গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার, উদ্দিপন-২০২৩ ম্যাগাজিং এর মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছ। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে ও শিক্ষক তাহের উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভার্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মাছুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভার্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হক, গভর্নিং বডির সদস্য নাজিম উদ্দীন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার পাল, দক্ষিণ ভাগ এসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, গভার্নিং বডির সদস্য ইকবাল আহমদ, জয়নাল আবেদিন, গভার্নিং বডির সাবেক সদস্য হেলাল উদ্দিন হেলু,তমিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক তারেক জলিল, নাজিরা জামান চৌধুরী প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন