‘স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস

gbn

কিংবদন্তি ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি-০৪) নবরত্ন হলে ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। 

এতে জেমস ছাড়াও রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ ও সুমনের পরিবেশনা থাকছে। এ কনসার্টটি আয়োজন করেছে ‘৯৫-৯৭ ফ্রেন্ডস’।

এছাড়া ৯৫-৯৭ ফ্রেন্ডসদের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ইফতি শিমুল।

 

কনসার্ট প্রসঙ্গে আয়োজক কমিটির প্রধান ইফতেখারুল ইসলাম শিমুল জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৩টায় সাংস্কৃতিক পর্বের শুরুতে গান পরিবেশন করবেন রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ, সুমন ও ডিজে সনিকা। আর কনসার্টের শেষে রয়েছে নগরবাউল জেমস’র গান। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন তারা।

 

উল্লেখ্য, ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক এই কনসার্টটির স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক নেট, ইস্পাহানি, এসিআই ফান সুপার চ্যাম্প, ইমোউ, দ্য লাউঞ্জ৯৫, কুলফিডো, সলিউশন স্পিন। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ম্যাচ বক্স কমিউনিকেশন্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন