জাতীয় যুবনীতি নিয়ে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ জাতীয় যুবনীতি-বাস্তবায়নকল্পে জেলার সুশিল সমাজ প্রতিনিধি, সরকারী কর্মকর্তা,সাংস্কৃতিক ব্যক্তিগণ এনজিও প্রতিনিধিদের নিয়ে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। গতকাল (১লা ফ্রেবুয়ারি) বৃহস্পতিবার সকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বা¯বায়নকল্পে জেলার সুশিল সমাজ প্রতিনিধি, সরকারী কর্মকর্তা,সাংস্কৃতিক ব্যক্তিগণ এনজিও প্রতিনিধিদের নিয়ে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসা,শাহীনা আক্তার এর সভাপতিত্বে এবং বেসরকারি সংস্থা রূপান্তর এর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মুনজিলা এর পরিচালনায় অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বর্নালী পাল। অবহিতকরণ সভায় বক্তব্য রাকেন সৈয়দ মোসাহিদ আহমদ, রেডিওপল্লিকন্ঠ এর সিনিয়র স্টেশন ম্যনেজার মেহেদি হাসান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ,জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো: হাবিবুর রহমান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার,সাংবাদিক আকমল হোসেন নিপু, হাসনাত কামাল,নজরুল ইসলাম মুহিব,রূপান্তর সিলেট ক্লাস্টার-২ এর কো- অর্ডিনেটর হাসান তারেক প্রমুখ। আস্থা”প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কাঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর অনুমতি ক্রমে রূপান্তর বাংলাদেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদকাল: ০১ জুলাই’ ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৬। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার সকল উপজেলায় দল-মতনির্বি শেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন