বোয়ালজুড় বাজার উচ্চ‌বিদ‌্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী কল‌্যাণ প‌রিষদ ইউকে ক‌মি‌টির অভিষেক

গত ২২‌শে জান‌ুয়ারি ২০২৪ইং বোয়ালজুড় বাজার উচ্চ‌বিদ‌্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী কল‌্যাণ প‌রিষদ ইউকে এর নব‌নির্বা‌চিত ক‌মি‌টির অভিষেক পূর্ব লন্ডনের হোয়াইচ‌্যাপলস্থ আলহামবারা রেষ্টু‌রে‌ন্টে সংগঠ‌নের সভাপ‌তি জনাব লুৎফুর মিয়ার সভা‌তি‌ত্বে, সাধারণ সম্পাদক বাহরাম খান ও সা‌বেক সাধারণ সম্পাদক এনামুল হক হেলা‌লের সঞ্চালনায়, বিদ‌্যাল‌য়ের বিপুল সংখ‌্যক প্রাক্তন ছাত্র ও বি‌ভিন্ন সামা‌জিক রাজ‌নৈ‌তিক সংগঠন ও ক‌মিউনি‌টি নেতৃবৃ‌ন্দের উপ‌স্থি‌তে অনু‌ষ্ঠিত হয়।

 

জনাব ইউসুফ ইসলামের কোরাআন তেলাও‌তের মাধ‌্যমে অনু‌ষ্টিত সভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার। ডেপুটি মেয়র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন  শিক্ষা সমাজকে এগিয়ে নিতে পারে এবং তিনি কমিটিকে তাদের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন কেবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলর  ইকবাল হুসেন, কাউন্চিলার আব্দুল ম‌তিন, বি‌শিষ্ট সাংবা‌দিক ও সমাজকর্মী আনসার আহমেদ উল্লাহ, বালাগঞ্জ ওসমানী নগর এডু‌কেশন ট্রা‌স্টের সভাপ‌তি বদরুল ইসলাম , সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বি‌শিষ্ট ক‌মিউনি‌টি নেতা লুৎফুর রহমান ছায়াদ, যুব সংগঠক জামাল আহ‌মেদ খান প্রমুখ ।

 

উপ‌স্থিত অতিথিবৃন্দ ও সদস‌্য সংগঠ‌নের কর্মকা‌ন্ডের ভুয়সী প্রশংসা ক‌রে বর্তমান ক‌মি‌টি‌র নেতৃ‌ত্বে সংগঠ‌নের কার্যক্রম আরো ব‌্যাপক ভা‌বে প্রসা‌রিত হ‌বে এই পত‌্যাশা ব‌্যাক্ত ক‌রে, সর্বাত্বক সহ‌যো‌গিতার আশ্বাস দি‌য়ে বক্তব‌্য রা‌খেন সর্বজনাব আব্দুল হেলাল চৌধুরী সে‌লিম, মিজানুর রহমান মীরু, আনসার আলী, মোহাম্মদ আলী জিলু, সজ্জাদ মিয়া, আব্দুল আলীম , মোশাহীদ আলী,আব্দুর র‌কিব, আব্দুল হা‌সিম, লুদু মিয়া, আবুল কালাম সেতু,সাহ মিয়া মোহন,নেপুর মিয়া, রুনু মিয়া, কামরুজ্জামান, নজরুল ইসলাম, জু‌বের মিয়া, নুরুল আমিন, আব্দুল বেলাল চৌধুরী সি‌জিল,বাবুল কামালী, ছাইদুর রহমান, রা‌সেদ আহমদ, কামরুল ইসলাম মা‌নিক উদ্দীন, আব্দুস সালাম  প্রমুখ। নব নির্বাচিত কমিটির অভিষেক এবং পরিচিতির পরে অতিথি সহ সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন