মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ আলোচনা সভা ও পুরস্কার বিতরন

gbn

মৌলভীবাজার প্রতিনিধি ॥ কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ এর প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের পৌর জনমিলন কেন্দ্রে এ সভা অনুষ্টিত হয়। পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দে এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ -মৌলভীবাজার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। স্বাগতিক বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত। পুলিশের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,সদস্য ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলন। জেলার শ্রেষ্ট চেয়ারম্যান পুরস্কার পেয়েছেন, বানু লাল রায়, ও শ্রেষ্ট পুলিশ হিসেবে পুরস্কার পেয়েছে শ্রীমঙ্গল থানার এস,আই আলমঙ্গীর হোসেন। অনুষ্টান শেষে সদর উপজেলার ইউনিয়ন পুলিশিং সেবা দিতে মোবাইল সেবা যান একটি গাড়ির চাবি প্রদান করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন