পশ্চিমা নিষেধাজ্ঞা ‘রাশিয়া ও আফ্রিকাকে একত্র করছে’

জাম্বিয়ান সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট ফ্রেড এম’মেম্বে একটি সাক্ষৎকারে রুশ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটিকে বলেছেন, পশ্চিমারা অন্য দেশগুলোকে যুদ্ধ করতে বাধ্য করার পাশাপাশি তাদের সম্পদ ‘ছিনতাই’ করার চেষ্টা করছে। গণমাধ্যমটি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এম’মেম্বে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে অন্যদের কাছ থেকে চুরি করে আধিপত্য বজায় রাখার চেষ্টা করার অভিযোগ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এম’মেম্বে শনিবার আরটিকে বলেছেন, ‘তারা (পশ্চিমা বিশ্ব) অন্য দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

তারা অন্য দেশগুলো থেকে সম্পদ লুট করছে।’ 

 

এ ছাড়া মস্কো ও কিয়েভের দ্বন্দ্বের মধ্যে ইউক্রেনে হিমায়িত রুশ সম্পদ হস্তান্তর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জি৭ দেশগুলোর প্রতি সাম্প্রতিক প্রস্তাবকে জাম্বিয়ান কর্মকর্তা ‘চুরি করার বাতিক’ হিসেবে বর্ণনা করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও একই মূল্যায়ন করেছেন বলেও তিনি জানান।

এম’মেম্বে বলেছেন, ‘এরা (পশ্চিমারা) চুরির বাতিকগ্রস্ত…যখন তাদের সংকট হয়, তারা চুরির দিকে ঝুঁকে পড়ে।

তারা বিশ্বব্যাপী সম্পদ চুরি করে।’

 

জাম্বিয়ার এ রাজনীতিকের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশ্বরাজনীতির পুনর্বিন্যাসকে ত্বরান্বিত করেছে। এতে রাশিয়া এবং আফ্রিকান দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘তারা (পশ্চিম) আমাদের দেশগুলোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে, তা হলো হাইব্রিড যুদ্ধ।

এবং এই যুদ্ধগুলোর প্রভাব একসঙ্গে প্রতিরোধ ও লড়াই করতে আমাদের একত্র করছে। তারা প্রকৃতপক্ষে রাশিয়া ও আফ্রিকাকে আগের চেয়ে আরো বেশি একত্র করছে।’

 

এম’ম্বের মতে, রাশিয়া ও আফ্রিকা সোভিয়েত ইউনিয়নের পতনের আগে যে ঐক্য ছিল তা পুনরুদ্ধার করেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন, বর্তমান উত্তেজনা সত্ত্বেও মস্কো কিছু শর্তে পশ্চিমের সঙ্গে সম্পর্ক মেরামত করতে ইচ্ছুক। এম’মেম্বে রুশ নেতার সঙ্গে একমত হয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘একটি উন্নত বিশ্ব তৈরি করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শুধু আমাদের জন্য নয়, এই গ্রহের সব বাসিন্দার জন্য, ইউরোপীয় ও আমেরিকানরাসহ।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন