মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

gbn

আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন, ‘দেশেও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলার মাটিতে চলবে না।’

রবিবার গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রেললাইনের ফিশপ্লেট খুলে দেয়, যাতে বগি উল্টে মানুষ নিহত হয়। এ ধরনের ঘটনার হুকুমদাতা এবং যারা ঘটায় তাদের আমি ধিক্কার জানাই। জীবন্ত মানুষ পোড়ানো মহাপাপ, অন্যায়। এ অন্যায় কখনো মেনে নেওয়া যায় না।

 

শেখ হাসিনা আরো বলেন, ‘রাজনৈতিক কোনো কর্মসূচি থাকলে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে। মানুষের কাছে যেতে হবে কল্যাণের কথা বলে, উন্নয়নের কথা বলে। কিন্তু কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে। একটি মা তাঁর সন্তানকে বুকে জড়িয়ে ধরে মারা গেছে।

এই ধরনের করুণ দৃশ্য দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ পুড়িয়ে মেরে মানুষের ক্ষতি করে কী অর্জন করছে সেটাই আমার প্রশ্ন।’

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে।

ধর্মীয় সংঘাত আমরা চাই না। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দিক সেটাও আমরা চাই না। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন