মৌলভীবাজার-১ আসনে কে কোন প্রতীক পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সোমবার (১৮ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন পেয়েছেন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম পেয়েছের ট্রাক, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

এদিকে প্রতীক পেয়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন এসব প্রার্থীরা। 

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন