Bangla Newspaper

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৭

139

জিবি নিউজ 24 ডেস্ক//

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত১৭ জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় এই  দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১২ জন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। বাসটি রাজস্থানের জয়পুর থেকে উত্তর প্রদেশের ফারুকাবাদের দিকে যাচ্ছিল।

মৈনপুরীর জেলা প্রশাসক হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন বাসযাত্রী জানিয়েছেন, চালক খুব দ্রুত বেগে বাস চালাচ্ছিলেন। অনেক যাত্রীই বাসের ছাদে ছিলেন।

Comments
Loading...