বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে নৈশভোজে ভারতীয় ও রুশ বীর যোদ্ধারা

gbn

ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শনিবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে একটি বিশেষ নৈশভোজে অংশ নেন ভারতীয় এবং রুশ বীর যোদ্ধা ও তাঁদের পরিবার। সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যদের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

এ সময় ভারতীয় এবং রাশিয়ান প্রতিনিধি দলের সিনিয়র সদস্যরা নিজ নিজ দেশের পক্ষ হতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান। নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিরা ‘মিউজিক্যাল টিউনস্’ উপভোগ করেন।

 

এর আগে শনিবার সকালে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা ও তাঁদের পরিবার গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। সফর শেষে তাঁরা আগামী ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে নিজ নিজ দেশে ফিরে যাবেন।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন