অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলেও প্রেসিডেন্ট নির্বাচন করবে মস্কো

গত বছর ক্রেমলিনের সংযুক্ত করে নেওয়া চারটি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে মস্কো সোমবার জানিয়েছে। এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনেও ভোটগ্রহণ হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস অনুসারে, সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে কমিশনের ভাইস প্রেসিডেন্ট নিকোলে বুলায়েভ বলেছেন।

ইউক্রেনের এ অঞ্চলগুলোতে রাশিয়ার এখনো সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেই। 

 

এএফপি বলেছে, ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিন দিনের মেয়াদে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ক্রেমলিন সমালোচকরা যুক্তি দিয়েছেন, এ পদক্ষেপে স্বচ্ছতার নিশ্চয়তা আরো কঠিন হবে। অধিকাংশ রুশবিরোধী জেলে বা নির্বাসনে রয়েছেন।

এ অবস্থায় পুতিন পঞ্চম মেয়াদের জন্য নির্বাচনের দাঁড়িয়ে বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন না বলেও ধারণা করা হচ্ছে।

 

 

পাঁচটি দলকে স্বাক্ষর সংগ্রহ ছাড়াই ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে। সবাই ইউক্রেনে সামরিক অভিযান এবং ক্রেমলিনকে সমর্থন করে।

ইউক্রেন এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে রাশিয়ার অভিপ্রায়কে দৃঢ়ভাবে নিন্দা করার’ আহ্বান জানিয়েছিল।

পশ্চিমাদের কাছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানিয়েছে কিয়েভ।

 

রাশিয়া এর আগেও অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে নির্বাচন করেছে। কিয়েভ ও পশ্চিমা বিশ্ব সে নির্বাচনকে বাতিল ও অকার্যকর হিসেবে নিন্দা করেছে। মস্কো সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চলে স্থানীয় কর্মকর্তাদের জন্য ভোটের আয়োজন করেছিল। এ ছাড়া এক বছর আগে অঞ্চলগুলোকে সংযুক্ত করার জন্য একটি ‘গণভোট’ অনুষ্ঠিত হয়েছিল।

কিয়েভ ও পশ্চিমারা দুই নির্বাচনেরই নিন্দা করেছে।

 

অন্যদিকে রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপকে একতরফাভাবে সংযুক্ত করে নেয় এবং তখন থেকে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন