প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

gbn

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি-এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হালুক গরগুনের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি।

এ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে। তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের সমরাস্ত্র ক্রয়-বিক্রয় ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ব্যবস্থাপনাও করে এসএসবি।

 

তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত গত জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য তুরস্ককে আহ্বান জানান।

 

জবাবে ওমের বোলাত বলেন, টেক্সটাইল খাত ছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরো বৈচিত্র্যময় করা সম্ভব। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন