নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে একটি রোমান্টিক সম্পর্কের সঙ্গে তুলনা করে বলেছেন, দুই দেশ বর্তমানে ‘ডেটিং’ করছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত কার্নেগি ‘গ্লোবাল টেকনোলজি সামিটে’ প্যানেল আলোচনায় বক্তৃতাকালে এ কথা বলেন গারসেটি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে অনুসারে, দুই দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে গারসেটি বলেন, ‘সম্পর্ককে রোমান্টিক করতে এটি অনেক দিন ধরে ফেসবুকের মতো ‘ইটস কমপ্লিকেটেড’ ছিল।
এখন আমরা ডেটিং করছি।’
চীনের প্রভাব সম্পর্কে ধারণা দিতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ক্ষেত্রে অনেকেই অতিরঞ্জিত করে বলেন, চীনের কারণেই আমরা একসঙ্গে আছি। আমি এটা মোটেও বিশ্বাস করি না। আমি মনে করি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চাপের বিষয়গুলোর মধ্যে একটি, যা নিয়ে আমরা কথা বলি এবং ভরসা রাখি।
আমাদের সম্পর্ক ৯৫ শতাংশ মৌলিকভাবে অন্যান্য বিষয় নিয়ে। চীন হলো বাধার বিষয়।’
এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততার প্রশ্নে গারসেটি জোর দিয়ে জানান, দুই দেশের মধ্যে এখনো বড় বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠেনি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যস্ততা তাদের অর্থনীতির মাত্র দুই শতাংশ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন