গাজার দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতালজুড়ে ভয় ও আতঙ্ক

gbn

গাজার দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল। গাজার রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অনেক রোগী আছেন। অনেক শিশুকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়।

এ ছাড়া আল-কুদস হাসপাতাল ও এর প্রাঙ্গণে গাজার প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আজও আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণ চলছে। আর্টিলারি এবং বিমান হামলায় আল-কুদস হাসপাতাল কাঁপছে। বাস্তুচ্যুত বেসামরিক মানুষ এবং কর্মরত কর্মীরা ভয় ও আতঙ্কে সময় পার করছে।

 

 

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনএইড বলেছে, আল-কুদস অ্যাম্বুল্যান্সগুলোর এখন জ্বালানি নেই। হাসপাতালের আশপাশের রাস্তায় এমনভাবে বোমা হামলা করা হয়েছে যে প্রয়োজনীয় সাহায্য এবং ডাক্তার রোগীদের কাছে যেতে পারছে না। অ্যাকশনএইড ফিলিস্তিনের যোগাযোগ ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর রিহাম জাফারি বলেছেন, ‘গাজায় সাহায্যের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে হামলা বৃদ্ধি পাওয়ায় সাহায্য যে গতিতে আসছে তা প্রয়োজনীয় গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।

 

তিনি আরো বলেছেন, ‘অনবরত বোমাবর্ষণের কারণে রাস্তাগুলো ধ্বংস হয়ে যাওয়ায় সাহায্যের সরবরাহ হাসপাতালে পৌঁছানো যাচ্ছে না। আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, যাতে হাসপাতাল এবং লাইফ সাপোর্ট মেশিনগুলো চলতে পারে। 

এর আগে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল হাসপাতালের একজন চিকিৎসক বিবিসি নিউজ টুনাইটকে এসএমএসের মাধ্যমে জানিয়েছেন, আল-কুদস হাসপাতালের আশপাশে বোমাবর্ষণ শুরু হয়েছে। হাসপাতালের পেছনে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে।

বড়রা বিশেষ করে শিশুরা ভীতসন্ত্রস্ত। এর আগে গাজার একজন বাসিন্দার কাছ থেকে একটি ‘ভয়েজ নোট’ বা ‘কণ্ঠ বার্তা’ পাওয়া যায়। যেখানে তিনি বলেছেন, ‘তারা দুটি আবাসিক টাওয়ারে বোমা হামলা চালিয়েছে। এখন তৃতীয় আরেকটি টাওয়ারে হামলা চালাচ্ছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। 

 

এলাকার লোকজনের মতে, গত রবিবার ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে, গাজা শহরের আল-কুদস হাসপাতালের বাইরে লোকজন জড়ো হচ্ছে। এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, ‘এখন তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে... যেখানে আল-কুদস হাসপাতাল অবস্থিত।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন