চাঁপাইনবাবগঞ্জে ৪ লক্ষ ৮০ হাজার ভারতীয় জাল রুপী সহ গ্রেফতার ৪

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪ লক্ষ ৮০ হাজার ভারতীয় জাল রুপী ও রুপী তৈরীর সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার(২৫’অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জের বাটাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রুপী উদ্ধার করা হয়। পরে ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় অভিযান চালানো হয়।
ধারাবাহিক দুই অভিযানে গ্রেফতার হন,ভোলাহাটের আলালপুর ফুটানী বাজার এলাকার দুলাল হকের ছেলে জিহাদ রানা(১৯),ছোট জামবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে নবীউল্লাহ(২৪),দূর্গাপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে আব্দুস সামাদ(২৪) ও  ধরমপুর মান্নুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে আল আমিন ওরফে বাইতুল ইসলাম মিশুক(১৮)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য(ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন,অভিযানে প্রিন্টার ও মেমোরি কার্ড  আটক করা হয়েছে। ওই মেমোরি কার্ডে জাল রুপীর ছবি রয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃতরা জাল রপী তৈরীতে জড়িত। পুলিশ এই চক্রের অন্য সদস্য ও রুপী তৈরীর অনান্য সরঞ্জাম উদ্ধারে কাজ করছে। জব্দ রুপীগুলি প্রতিটি ২ হাজার মূল্যমানের।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। সোমবার(২৬’অক্টোবর) বিকেলে আসামীদের আদালতে তোলা হয়েছে বলেও জানান ওসি।   ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন