রাহুল-কোহলির ব্যাটে জয়ে শুরু ভারতের

gbn

বিশ্বকাপের ফাঁকা গ্যালারি আজ পঞ্চম ম্যাচে এসে পূর্ণতা পেয়েছিল। স্বাগতিক ভারতের ম্যাচ, এ জন্যই যে দর্শক মাঠমুখী হয়েছিল তা আর বলার প্রয়োজন পড়ে না। হতাশ হয়ে ফিরতে হয়নি স্বাগতিক সমর্থকদের। লোকেশ রাহুল ও বিরাট কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত।

 

অজিদের দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পরাজয়ের শঙ্কা চোখ-রাঙিয়েছিল ভারতকে। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারে ‘গোল্ডেন ডাক’-এ ফেরেন ইশান কিষান। পরের ওভারে জস হ্যাজেলউডের শিকার রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। ২ রানে ৩ উইকেট হারায় ভারত।

এখান থেকে কোহলি-রাহুলের ব্যাটে খেলায় ফেরে স্বাগতিকরা।

 

চতুর্থ উইকেটে ১৬৫ রানে জুটিতে দলকে টেনে তোলেন কোহলি-রাহুল। অর্ধশতক হাঁকিয়ে কোহলি হাঁটছিলেন শতকের দিকে। তবে ব্যক্তিগত ৮৫ রানে হ্যাজেলউডের বলে আউট হন তিনি।

১১৬ বলে ইনিংসে ৬টি চার মারেন কোহলি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন রাহুল। ১১৫ বলে অপরাজিত থাকেন ৯৭ রানে। ৮টি চার ও ২টি ছয় আসে তার ব্যাট থেকে। হার্দিক অপরাজিত থাকেন ১১ রানে।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মার্শকে তৃতীয় ওভারেই তুলে নেন বুমরাহ। স্টিভেন স্মিথ নেমে সেই চাপ কিছুটা আলগা করার চেষ্টা করেন।

দলীয় ৭৪ রানের মাথায় ৪১ করে ফিরে যান ওয়ার্নার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি স্মিথও। ৪৬ করা এই ব্যাটারকে বোল্ড করেন জাদেজা। এরপর ধস নামে অজি শিবিরে। মার্নাস লাবুশেন ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন ১৫ রানে। 

শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে সুবাদে দুই শর কাছাকাছি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তিন বল বাকি থাকতে অল আউট হয় ১৯৯ রানে। রবীন্দ্র জাদেজা ৩টি, জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পান।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন