সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর কারণে সৌদি আরবের কর্তৃপক্ষ সাতজনকে গ্রেপ্তার করেছে। কথিত ওই ভিডিওতে অভিযুক্তরা একটি দোকানে স্থানীয় পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার বাড়াতে এ ধরনের কন্টেন্ট তৈরি করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে পাঁচজনই সৌদি নাগরিক এবং অন্য দুজন আরব বংশোদ্ভূত।
অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনে পাঠিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন