স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে এমওইউ সই

gbn

প্রশিক্ষণ বিনিময়, যৌথ গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) জাকার্তায় আসিয়ান এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন। বৈঠক শেষে নিজ নিজ দেশের পক্ষে এমওইউটি সই করেন দুই মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই মন্ত্রী বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় যেমন স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী কোভিড-১৯ সংকট পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জনে বাংলাদেশকে অভিনন্দন জানান।

মোমেন বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং এর পেশাজীবীদের শক্তি ও সক্ষমতার উদাহরণ হিসেবে শেখ হাসিনার মডেল কমিউনিটি ক্লিনিক পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি মেডিকেল কলেজগুলো প্রতিবেশী দেশ এবং তার বাইরের অনেক শিক্ষার্থীদের খুব পছন্দের। মোমেন উভয় দেশের সুবিধার্থে একাডেমিক এবং পেশাদার সনদের পারস্পরিক স্বীকৃতির জন্য ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে ড. মোমেন জানান, বাংলাদেশের ওষুধ ১৫০টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। ইন্দোনেশিয়া চাইলে বাংলাদেশ থেকে ওষুধ পণ্য ও কাঁচামাল আমদানি করতে পারে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ওষুধ খাতে দেশটির সরাসরি বিনিয়োগের উপায় খোঁজার আশ্বাস দেন।

মোমেন বলেন, স্বাস্থ্য সহযোগিতার সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় দেশ সুফল পাবে। আর এতে করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দুই মন্ত্রী।

দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন