সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
আজ বুধবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর লালবাগে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ ও দোয়ার মাহফিল করে পুরান ঢাকার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন বাচ্চু সরদার ফাউন্ডেশন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আখতার হাোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচ্চু সরদার ফাউন্ডেশনের সভাপতি ও চকবাজার থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইউনুস সুমন।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.নজুরুল ইসলাম রাশেদ, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান পিল্লু, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান হুমায়ুন, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াকুব নাজিম, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সংগ্রামী নেতা হাজী মোঃ সালেহিন, চকবাজার থানার সংগ্রামী নেতা শাহিন খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ নাদিম হোসেন, রয়্যাল হোটেলের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন জিয়াসহ থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বাচ্চু ফাউন্ডেশনের মহতী উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে আলহাজ্ব হুমায়ূন কবির বলেন, "মরহুম বাচ্চু সরদার আওয়ামীলীগের দুর্দিনের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন। তিনি এখন নেই কিন্তু আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ উনাকে জান্নাত দান করুন। এই ফাউন্ডেশন সারা বছর গরীর দুখীদের মাঝে দান বা খয়রাত ও সাহায্য করে থাকেন | বাচ্চু সরদার একজন নির্লোভ ও বঙ্গবন্ধুর আদর্শে কর্মী ছিলেন। তার ছেলে মেয়েরা যারা আছেন তারা ও নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন।"
আখতার হোসেন বলেন, "ঢাকা শহরে যে কয়েকজন সরদার ছিলেন তার মধ্যে বাচ্চু সরদার ছিলেন অন্যতম। তিনি ঢাকা শহর এবং পুরান ঢাকার উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। তিনি সকলকে নিয়ে অনেক কাজ করেছেন। আজকে লালবাগের এতো উন্নয়ন হয়েছে যেখানে আমাদের সরদারগণের অনেক অবদান রয়েছে। তারমধ্যে বাচ্চু সরদার একজন।"
ফাউন্ডেশনের সভাপতি হাজী মোঃ ইউনুস সুমন, "আমাদের বাচ্চু সরদার ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য একটীই সেটি হল মানবসেবা করা। আমরা অতীতে অসহায়দের জন্য অনেক কাজ করেছি। বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্প করেছি।"
তিনি আর বলেন, " যারা দুনিয়া থেকে চলে যান তারা আর ফিরে আসেননা। আমার মা-বাবা চলে গেছেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিরারের অনেকেই চলে গেছেন আর ফিরে আসবেন না। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি তাদের দিকে উনারা চেয়ে আছেন দোয়ার জন্য। যদি আমরা দান-খয়রাত করি বা মাগফেরাত কামনা করি। আজকে তাই দুঃস্থ ও গরীবদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ জাতির পিতা ও সকল শহীদদের জন্য মাগফেরাতর উদ্দেশে এই আয়োজন।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন