কানাডার কন্ঠশিল্পী লন্ডনে এসে নাচে গানে মাতিয়ে তুলে সবার ভালবাসায় সিক্ত হয়ে ফিরলেন নিজ দেশে শাকিলা খাঁন

gbn

বিনোদন প্রতিবেদক ||

লন্ডন আওয়ালীগ নেতা ও বিশিষ্ট  সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল ইসলামের আমন্ত্রনে লন্ডন আসেন কানাডার মনটিয়লের সুনামধন্য কন্ঠশিল্পী শাকিলা খান। তিনি গত এক মাস বিরতিহীন ভাবে লন্ডনের কেমডেল মেলা, নর্থ লন্ডন মেলা, বারমিংহাম আনন্দ মেলা, কাডিফ ওয়েলস সহ সেন্ট্রল লন্ডনে অনেক গ্রোগরাম করেন। এসব প্রোগরাম গুলো লন্ডনের জনপ্রিয় টিভি চ্যানেল- চ্যানেল এস ও আই ওন টিভিতেও প্রচার করা হয়।

প্রতিটি প্রোগরামে কানাডার শাকিলা খান নাচে গানে দর্শকদের মাতিয়ে তুলেন। এতে বাংলার সুর লন্ডনের পক্ষ থেকে শাকিলা খাঁনকে এ ওয়াড প্রধান করা হয়। তিনি লন্ডনের সংগীত প্রেমি মানুষকে ভালোবাসায় সিক্ত করে নাচে গানে লন্ডন মাতিয়ে তুলে আবার ফিরে গেলেন কানাডার কোকিল কন্ঠশিল্পী শাকিলা খাঁন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন