‘গদর’ এর অভিজ্ঞতা শোনালেন কপিল শর্মা

gbn

২২ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশা পাটেলকে। আগামী মাসে মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘গদর ২’। 

সম্প্রতি সানি এবং আমিশাকে দেখা গেছে কমেডিয়ান কপিল শর্মার শো-তে। সানি-আমিশার সঙ্গে মজা করতে করতেই ‘গদর’-এর স্মৃতিতে ভাসলেন কপিল। সামনে এলো অজানা তথ্য।

কপিল অমৃতসরে বড় হয়েছেন। সেই সূত্রেই ‘গদর’ সিনেমার সেটে পৌঁছেছিলেন এই কৌতুকাভিনেতা। অমরীশের দৃষ্টি আকর্ষণ করতে পিছন থেকে তার কাঁধে হাত দিয়েছিলেন কপিল। হাসতে হাসতে কপিল বলেন, ‘উনি পিছন ঘুরে গম্ভীর কণ্ঠে বললেন, আরে কে ভাই! আমি তো সঙ্গে সঙ্গে ওকে নমস্কার করি। 

এই ঘটনা শুনে আমিশা কপিলের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, এটাই যদি আপনি আমার সঙ্গে করতেন, তা হলে কী হতো? উত্তরে কপিল হেসে বলেন, সেই সাহস তখন আমার মধ্যে ছিল না। 

গদর-এর গল্প এবার কোন দিকে মোড় নেয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। সানি-অমিশা ছাড়াও এই সিনেমায় অমরীশ পুরীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় পর্ব প্রথম পর্বের মতো সফলতা পায় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন