‌‘বিশ্বকাপ জিততে ভারতের বিপক্ষে হারলেও ক্ষতি নেই’

gbn

ভারত ও পাকিস্তান খেলা মানেই অন্যরকম এক আবহাওয়ার সৃষ্টি হয় ক্রিকেট বিশ্বে। আর এমনি এক আলোচিত হাই-ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে। কেননা ভারত বিশ্বকাপের লিগ পর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে আগামী ১৫ অক্টোবর। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

দুই দলের সমর্থকদের সাথে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানও ভারতের বিপক্ষে আরও একবার বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলার আলাদা আনন্দ আছে। অন্য রকম চাপ থাকে ভারত-পাকিস্তান ম্যাচে। এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা হলে সেটা হবে তাদের ঘরের মাঠে। দর্শকেরা আমাদের বিপক্ষে থাকবে।’

শাদাবের মূল লক্ষ্যই বিশ্বকাপ জয়, ‘কিন্তু আমরা সেখানে যাচ্ছি বিশ্বকাপ খেলতে। আমাদের চিন্তায়ও বিশ্বকাপ থাকা উচিত। শুধু ভারতের ব্যাপারে ভাবলে চলবে না। যদি ভারতের বিপক্ষে জেতার পর বিশ্বকাপ হেরে যাই, তাহলে তো কিছুই হলো না। যদি বিশ্বকাপ জিততে পারি, তাহলে ভারতের বিপক্ষে হেরে গেলেও ক্ষতি নেই। এটাই আমাদের লক্ষ্য।’

ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কখনো জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। সবমিলিয়ে দুই দল এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে, যার সবকটিই জিতেছে রোহিত শর্মার দল। এদিকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায়নি ভারত। যে কারণে আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোয়।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন