আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
ছাতকে খালের পানিতে পড়ে দু’বোনের মৃত্যু এবং আহত আরেক বোনের অবস্থাও আশিংকাজনক বলে জানা গেছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেঝো মেয়ে তায়্যিবা আক্তার (০৬) ও ছোট মেয়ে তানজিনা আক্তার (০৪) পরিবারের অগোচরে বাড়ীর পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এ সময় ছোট দু’বোনকে উদ্ধার করতে বড় বোন তাফশিয়া আক্তার (০৮) পানিতে ঝাপ দেয়। এক পর্যায়ে আপন ৩বোন ডুবার পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় কৈতক পরে সিলেট এমএজি ওসমানী মেডকিলে কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তায়্যিবা ও তানজিনার মৃত্যু ঘটে। মৈশাপুর গ্রামের মুরব্বি মোশাহিদ আলী নিশ্চিত করেছেন দু'শিশুর মৃত্যুর ঘটনা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন