এবার তামিল ভাষায় রিমেক হচ্ছে ‘ভুলভুলাইয়া টু’

gbn

জিবিডেস্ক //

বলিউড নির্মাতারা হরহামেশাই দক্ষিণী ছবির রিমেক বানায়। কিন্তু এবার বলিউডের ছবি 'ভুলভুলাইয়া টু' এর রিমেক হতে চলেছে তামিল ভাষায়। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, 'ভুলভুলাইয়া টু'-এর স্বত্ব নাকি ইতোমধ্য়েই কিনে ফেলেছেন প্রযোজক জ্ঞানভেল রাজা।

তামিল ভাষায় তৈরি 'ভুলভুলাইয়া টু' ছবির মুখ্য় চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে, সেই বিষয় জানা না গেলেও শোনা যাচ্ছে, কাস্টিংয়ে রয়েছে বড় চমক। শুধু কাস্টিং নয়, শিগগিরই পাওয়া যাবে ছবির আরও নতুন আপডেট।

বলিউডে বহু দিন পর ভূতের ছবি মুক্তি পাওয়ায় 'ভুলভুলাইয়া টু' বক্স অফিস কালেকশনে ২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। পরবর্তী সময় এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর চুটিয়ে উপভোগ করেছে দর্শক।

‘ভুলভুলাইয়া টু' এর রিমেক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই খুশি দর্শকেরা। ‘ভুলভুলাইয়া টু’তে অভিনয়ের জন্য দর্শকের কাছে খুবই প্রশংসিত হয়েছিলেন কার্তিক আরিয়ান ও টাবু।

আনিস বাজমির ‘ভুলভুলাইয়া টু’তে অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব প্রমুখ। ছবিটি প্রযোজনা করে টি-সিরিজ ফিল্মস ও সিনে ওয়ান স্টুডিওজ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন