Bangla Newspaper

প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়ানাকে ৩৪ বছর পর পুত্রবধূর অন্যরকম শ্রদ্ধা

348

জিবি নিউজ 24 ডেস্ক//

প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়ানার প্রতি অন্যরকম শ্রদ্ধা জানালেন তার পুত্রবধূ কেট মিডলটন। বিশ্ববাসীর সঙ্গে তৃতীয় সন্তানকে (এখনো নাম রাখা হয়নি) ব্রিটিশ রাজবধূ কেট সোমবার পরিচয় করিয়ে দেন। এদিন তিনি লাল রঙের পোশাক পরেছিলেন। প্রায় ৩৪ বছর আগে যখন প্রিন্সেস ডায়ানা সদ্যোজাত দ্বিতীয় সন্তান হ্যারিকে সবার সামনে নিয়ে আসেন তখন তার পরনেই ছিল একই রঙের পোশাক। স্টাইলটাও প্রায় একই রকম ছিল।

অবশ্য এবারই প্রথম নয়। ২০১৩ সালের বড় ছেলে প্রিন্স জর্জকে সবার সামনে নিয়ে আসার দিন কেট পরেছিলেন এমন একটি পোশাক যেটিও ছিল ডায়ানার কাছ থেকে অনুপ্রাণিত। ১৯৮২ সালে বড় ছেলে প্রিন্স উইলিয়ামকে সবার সামনে আনার দিনটিতে ডায়না পরেছিলেন ডট দেয়া প্রিন্টের পোশাক। কেটও প্রিন্স জর্জকে নিয়ে সবার সামনে আসেন ডট দেয়া প্রিন্টের পোশাক পরে, শুধু রঙটাই ভিন্ন ছিল।

Comments
Loading...