জিবিনিউজ লন্ডন ||
সিলেটের ওসমানী নগর উপজেলার ঐতিহ্যবাহী বড় হাজীপুর গ্রামের প্রবাসীদের সংগঠন, বড় হাজীপুর এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে রবিবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মফস্সির আহমেদ রিতুর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ইব্রাহিম খলিলের পরিচালনায় এতে সংগঠনের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার সামাদ হোসাইন মুরাদ, ফান্ডরেইজিং সংক্রান্ত রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক কাপ্তান আহমেদ। সভায় সংগঠনের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন, সহ সভাপতি তোফায়েল উদ্দিন, নির্বাহী সদস্য আজমল খান, গাজী মামুন কবির ও মাসুম আহমেদ।
সভায় সংগঠনের নতুন সদস্য ও গ্রামের প্রবাসীদের নিয়ে লন্ডনে আগামী ২৭ আগষ্ট একটি মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ছাড়াও গ্রামের সামগ্রিক শিক্ষার উন্নয়নে ভুমিকা রাখার জন্য সম্ভাব্য কয়েকটি প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
                            
                            
                                                                                                
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন