এবার শেহনাজ-সালমান সম্পর্ক নিয়ে গুঞ্জন

gbn

জিবিডেস্ক //

অনেকে বলে থাকেন বলিউডে সবার সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক সালমান খানের। সে কারণেই বলিউডের এক ও অদ্বিতীয় ‘ভাইজান’ তিনি। তবে এই ভাইজান কারও জান হতে পারেননি।  

তবে বলিউডের ভেতরে গুঞ্জন এবার নাকি একজনের জান হয়ে উঠছেন সালমান। 

গত বছর সালমান খানের বোন অর্পিতা খান শর্মার ঈদের পার্টি থেকে জমেছে সালমান খান ও নবাগতা অভিনেত্রী শেহনাজ গিলের রসায়ন। ‘বিগ বস’-এর সৌজন্যে আগেও বার বার নজরে এসেছে তাদের বিশেষ বন্ধুত্ব। ঈদের পার্টি থেকে বের হওয়ার সময় ক্যামেরার সামনে সালমানের হাত ধরেই উপস্থিত হন তিনি। সেখানেই শেষ নয়, তার আবদারে শেহনাজকে গাড়ি পর্যন্ত ছেড়ে আসেন সলমন। ক্যামেরার সামনে একবারের জন্যও সালমানের হাত ছাড়েননি শেহনাজ। একাধিক বার জড়িয়ে ধরেছেন ‘ভাইজান’কে। কখনও চুম্বন এঁকেছেন সলমনের গালে, কখনও আবার তার গলার পাশে। 

শেহনাজ়ের এমন কাণ্ড দেখে অনেকেই মনে করেছিলেন, হয়তো একে অপরের প্রেমে পড়েছেন সালমান ও শেহনাজ়। চলতি বছরের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচারেও ক্যামেরার সামনেই প্রাক্তন সিদ্ধার্থ শুক্লাকে ভুলে শেহনাজকে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন বলিউডের ভাইজান। 
ফলে সবার একটাই প্রশ্ন, তবে কি একে অপরকে মন দিয়েছেন সালমান ও শেহনাজ়? এক অনুষ্ঠানে এসে এই প্রশ্নের উত্তর দিলেন সালমান নিজে। তিনি বলেন, আমি ওকে বলেছি নিজের জীবনে এগিয়ে যেতে। সিদ্ধার্থ আর বেঁচে নেই। তিনিও নিশ্চয়ই এটাই চাইতেন যে, শেহনাজ়ের একটা সংসার হোক, ওর নিজস্ব পরিবার হোক। এখনই নয়, অনেক সময় আছে। কিন্তু এগোতে তো হবে! 

তার পরেই সালমানের গলায় সাফাইয়ের সুর। তিনি বলেন, এগোতে বলেছি মানেই সেটা নিজের কথা ভেবে বলেছি, তা নয়। আমি ওকে ওর জীবনে এগোনোর পরামর্শ দিয়েছি, আমার হাত ধরে এগোতে বলিনি। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন