তাহলে কি বিয়ের পথে হাঁটছেন বিজয়-তামান্না?

gbn

জিবিডেস্ক //

রেস্তোরাঁ বা গাড়িতে প্রেম নয়, এবার নাকি সোজা বিয়ের পথে হাঁটছেন বলিউড অভিনেতা বিজয় বর্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। শোনা যাচ্ছে, এত দিনের প্রেমপর্বের পর এ বার বিয়ের কথা ভাবছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী। 

পরিবারে এ বিষয়ে কথাবার্তাও হয়েছে। গত বছরের শেষ দিক থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। 

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘গালি বয়’ খ্যাত অভিনেতা বিজয় বর্মা, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল এমন কথা। বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা— তাদের একসঙ্গে দেখা গেছে একাধিক জায়গায়। এমনকি সমাজমাধ্যমে চর্চিত প্রেমিকার ডাকনাম ফাঁস করেছেন বিজয় বর্মা। সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য ডেটে গিয়েছিলেন বিজয় ও তামান্না। সেখান থেকে ফেরার সময়েই আলোকচিত্রীদের নজরে পড়েন তারা। ক্যামেরা দেখে অবশ্য লুকিয়ে পড়েননি বিজয় বা তামান্না কেউই।  

ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘লাস্ট স্টোরিজ’-এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ ২’-এ এক সঙ্গে কাজ করেছেন বিজয় ও তামান্না। ‘লাস্ট স্টোরিজ় ২’-এর সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা।  

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন