রাজাপুরের রব মেম্বরসহ দুই জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা, আটক ২

সফিকুল ইসলাম শাওন কাঠালিয়া থেকে ||

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) সহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। সোমবার  রাত ৮ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশকে মাদকের তথ্য দেয়ার অভিযোগ তুলে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতদ্বয়ের পরিবার। নিহত বেলায়েত ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য রব ওই এলাকার মফেজ হাওলাদারের ছেলে। নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, বিকেলে স্থানীয় খাদেমের ছেলে রাজনের সাথে মাদক রয়েছে এমন সন্দেহে রাজাপুর থানা পুলিশ তাকে তল্লাশি করে ছেড়ে দিয়ে যায়। এরপর পুলিশ চলে যাবার পরে ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ রাজন, সজল, খাদেমসহ ভাড়াটিয়া ৮/১০ জন লোক তাদের দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজনে এসে তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ পুলক চন্দ্র রায় জানায় এঘটনায় মরাদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন