‘১৩ বছর হয়ে গেছে ইংল্যান্ডে খেলতে যাই না’, আক্ষেপ তামিমের

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে আথিত্য দেয়নি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেরমতো দল। যদিও এই সময়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে টাইগাররা। হয়তোবা বাংলাদেশকে একটু বাঁকা চোখেই দেখে ক্রিকেট মোড়লরা। তাইতো বাংলাদেশকে আমন্ত্রণের ব্যাপারে তাদের এত অনিহা। তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কন্ডিশনে আরও বেশি বেশি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। সেবার টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজও খুইয়েছিল টাইগাররা। যদিও ব্রিস্টলে সিরিজের শেষ ম্যাচে ৫ রানে জিতেছিল তামিমরা। সেই সিরিজের পর বাংলাদেশে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে গেছে ইংলিশরা।

দুটি ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে সম্প্রতি জস বাটলারদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সিরিজ খেলা হয়নি আরও বেশি সময় ধরে। সবশেষ ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে খেলতে ক্যাঙ্গারুদের দেশে গিয়েছিল বাংলাদেশ।

তামিম বলেন, ‘বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে যে আমাদের প্রায়ই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সফর করা উচিত। আমি জানি না আসলে এটা কেন হয় না। ১৩ বছর হয়ে গেছে আমরা ইংল্যান্ডে খেলতে যাই না। এটা দুঃখজনক যে আমরা এত ভালো করার পরও সফর করিনি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।'

বাংলাদেশের সর্বশেষ ইংল্যান্ড সফরে দলের তরুণ সদস্যদের একজন ছিলেন তামিম। সেই সফরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে খেলা দুটি ইনিংসের স্মৃুতিচারণ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

‘সেই ইনিংস দুটি সবসময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের উচিত আমাদের আরও বেশি আমন্ত্রণ (দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য) জানানো। তোমাদের ওইখানে আমরা যখন শেষবার খেলেছিলাম তখনকার ফলাফলটা আসলে দুর্ভাগ্যজনক ছিল।’

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। যেখানে তামিমদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল প্রচুর দর্শক। তামিম বলেন, ‘আমি তোমাকে এটা নিশ্চিত করতে পারি খেলা হলে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সমর্থক বেশি হবে। তুমি যদি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথা মনে করো তাহলে দেখবে আমরা ইংলিশ সমর্থকদের ছাড়িয়ে গিয়েছিলাম। আমরা যে সংস্করণেই খেলি না কেন, আমরা ইংল্যান্ডে খেলার আমন্ত্রণ পেলে গ্যালারি ফুল হাউজ হবে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন