মৌলভীবাজার জেলায় ৫জন স্কাউট শিক্ষার্থী পাচ্ছেন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

 জিবিনিউজ 24 ডেস্ক //

২০১৯ সালে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য জুড়ী উপজেলার চারজনসহ মৌলভীবাজার জেলায় ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন। গত ১৭ জুলাই ঢাকায় সারাদেশের স্কাউটদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ঘোষিত ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলা থেকে ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হন। এর মধ্যে জুড়ী উপজেলার চারজন এবং মৌলভীবাজার সদরের একজন।  

জুড়ী উপজেলা থেকে মনোনীতরা হলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর নিবাসী ইন্দ্রমোহন সূত্রধর-এর মেয়ে সুপ্রিয়া সূত্রধর ঐশী, একই ইউনিয়নের কালনীগড় নিবাসী প্রণয় রঞ্জন দাস-এর পুত্র প্রাঞ্জল দাস, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান আজিজি’র পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি এবং একই ইউনিয়নের জায়ফররনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট, জায়ফরনগর গ্রামের বাসিন্দা মতছিন আলী’র পুত্র মোস্তাফিজুর রহমান।

অপরদিকে মৌলভীবাজার দরগাহ মহল্লাহ’র বাসিন্দা মো. গুলজার হোসাইন খান’র পুত্র, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট মো. আব্দুল্লাহ মেহবুব খান মনোনীত হন।

এছাড়া ২০১৭ সালে জুড়ী উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মাহবুবুল ইসলাম কাজল’র মেয়ে পারিজাত চন্দ্রাননা অর্চি ও আব্দুল জব্বার’র পুত্র মেহেদি হাসান ইমন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন