সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
শত কর্মব্যস্ততা ও লেখাপড়ার ফাঁকে শ্রান্ত মন চায় আনন্দ বিনোদনে কিছুটা সময় দূরে কোথাও হারিয়ে যেতে। গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তেমনি এক জাঁকজমকপূর্ণ বনভোজন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) ভালুকা, ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত অরণ্য ইকো রিসোর্ট এ আনন্দঘন পরিবেশে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বার্ষিক বনভোজনের বনভোজন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। "ঢাকার বুকে গোবিন্দগঞ্জ" এই মূলমন্ত্রকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী ও সমিতির নেতৃবৃন্দদের নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছের নিচে বসে দিনটি কাটানোর মহামিলনে মেতে ওঠে শিক্ষা সমৃদ্ধি ও ঐক্যের স্লোগানে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়া সংগঠন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ৩২ গাইবান্ধা-০৪, গোবিন্দগঞ্জ অাসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দররন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অাফরোজা বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগন্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগন্জ পৌরসভার মেয়র মোঃ মুকিতুর রহমান রাফি, নেসলে বাংলাদেশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন অবসরপ্রাপ্ত মেজর জনাব এ কে এম হাবিবুল হক নাহিদ, সরকারি সঙ্গীত কলেজের শিক্ষক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী জনাব এম এ মোমিন, গোবিন্দগন্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ কুমার সাহা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ারুল হক সনি প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আব্দুর রউফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মো: সূর্য ইসলাম।
"ঢাকার বুকে গোবিন্দগঞ্জ" এই মূলমন্ত্রকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী ও সমিতির নেতৃবৃন্দদেরসহ গোবিন্দগঞ্জের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের মহামিলনে রূপ নেয় এই বার্ষিক বনভোজন ও নবীন বরণ অনুষ্ঠান।
দিনব্যপী এই আয়োজনে ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার ইভেন্ট ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়ে দুপুরের ভোজন, নবীন ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিক ভাবে বরণ, সম্মানিত অতিথিদেরকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান, শুভেচ্ছা বক্তব্য প্রদান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র বিজয়ীদের পুরষ্কার বিতরণ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন