মৌলভীবাজার প্রতিনিধি ॥ সূচনা কর্মসূচী মৌলভীবাজার সদর উপজেলার এবং কনকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী (১৩, ১৪ অক্টোবর) ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ অক্টোবর) বুধবার সকালে ইউনিয়ন পরিসদের হলরুমে কনকপুর ইউপি, চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী রেজার সভাপতিত্ব দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজেদুর রহমান, মো. আনিসুর রহমান টিটু, আই পি-পিসি, প্রোগ্রাম কো-অর্ডিনেশন সেভ দ্য চিল্ড্রেন মৌলভীবাজারের কাজী আলম। প্রশিক্ষণ পরিচালনা ও ফ্যাসিলিলেটর ছিলেন মো. ওয়াহিদুজ্জামান, গর্ভনেন্স অফিসার, সূচনা প্রোগ্রাম, মৌলভীবাজার সদর।
প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন