শেখ নাভিদ আঞ্জুম পরাগের লোমহর্ষক ভুতের গল্প ‘রক্ত শিকারী’র জাঁকজমক মোড়ক উন্মোচন

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচিত হলো তরুণ লেখক শেখ নাভিদ আঞ্জুম পরাগের লোমহর্ষক ভুতের গল্প ‘রক্ত শিকারী’। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন প্রাঙ্গণে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কাব্যকথা  থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী। 

কবি সৈয়েদা হাবিবা মুস্তারিন (চমন) এর সঞ্চালনায় উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক আসলাম সানি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর কলেজ পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়া, মেজর জাকির হোসেন, মেজর আশ্রাফ, মেজর আকবর হোসেন, চলচ্চিত্রের নবাগত নায়িকা শিমু বিশ্বাস, লেখক ও কবি ইঞ্জিনিয়ার বি এম এরশাদ, কবি হুমায়ুন কবীর, কবি জামান আক্তার, বীর মুক্তিযোদ্ধা কবি জিয়াউর রহমান জিয়া, কবি ডাঃ সৈয়দ পাপেল মাহমুদ, বিশিষ্ট বেবসায়ি সৈয়দ রাশেদ হসাইন, সৈয়দ সামসুজ্জামান, নজরুল ইসলাম সুমন, কানাডা প্রবাসী মোঃ মোশাররফ হোসেন, শিল্পী ফাহমিদা খানম, লেখকের বাবা মোহাম্মাদ আবুল কাসেম ও মা তামান্না খানম, শাশুড়ি সৈয়দা শফিয়া হান্নান, স্ত্রী সৈয়দা ফারহানা আক্তারসহ লেখকের দুই ছেলে দুই ছেলে নুহান আঞ্জুম ফারিছ ও ছোট ছেলে নূরীন আঞ্জুম ফারাজ । 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা লেখকের ‘রক্ত শিকারী’ বইয়ের পাঠক সাড়া কামনা করেন এবং বইটি পাঠকের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শেখ নাভীদ আঞ্জুম পরাগ, ১৯৮৫ সালের ২৭ ফেব্রুয়ারি  ঢাকা জেলার মিরপুরের পিরেরবাগে একটি সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তার বাবা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল কাশেম। দাদা ছিলেন শেখ আব্দুল বারেক মোল্লা। মা মোছাম্মত তামান্না খানম আশির দশকের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী । নানা ওস্তাদ মাসুদ আলী খান ছিলেন ষাটের দশকের বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী । লেখক শেখ নাভীদ আঞ্জুম পরাগ ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত হয়ে নানাবিদ কারণে লেখালেখি থেকে দূরে থাকলেও পড়ার প্রতি তিনি খুবই আগ্রহী ও একজন বোদ্ধা পাঠক। নানান বিষয়ের দেশি-বিদেশি বই পাঠ তার নেশা। গান ও গল্প লেখেন। নিজের গানে নিজেই সুর করেন। সাহিত্য সংস্কৃতি ও আধুনিক ছোঁয়ায় তার বেড়ে ওঠা। পারিবারিক শিক্ষা ও সামাজিক অবস্থা তার পরিচয় বহনে অনেক গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।মূলত তিনি একজন কণ্ঠশিল্পী।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন