সাকিবের ব্যাটে না নামার কারণ জানালেন কোচ ফাহিম

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেননি সাকিব। ঠিক কি কারণে ফরচুন বরিশালের এই অধিনায়ক মাঠে নামেননি সেই কারণ জানালেন দলটির প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম।

রোববার মিরপুর শেরে-ই বাংলার মাঠে রংপুরের কাছে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সাকিবের দল। এরপর দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের কোচ ফাহিম। জানিয়েছেন, 'অধিনায়কেরই সিদ্ধান্ত থাকে সাধারণত। এমন না যে আমাদের সঙ্গে আলাপ করেনি। কিন্তু এটা ‘ক্যাপ্টেন্স কল’। স্বাচ্ছন্দ্যবোধ করছিল যে ওরা ভালো খেলোয়াড়, তারা যদি যায় দুয়েক ওভারে যদি এক্সালেরেট করে নিয়ে আসতে পারে। আমাদের সেরকম একটা অবস্থান ছিল, এক উইকেট বা দুই উইকেট হারালেও অসুবিধা হতো না আমাদের। ওই সুযোগ কাজে লাগাতে পারিনি।’

রাজাপক্ষে ও কারিম জানাতকে আগে সাকিবের আগে নামানোর কারণ জানিয়ে ফাহিম বলেন, ‘এত ভালো একটা প্ল্যাটফর্ম হওয়ার পরেও ওর মাথায় হয়তো এটা কাজ করেছিল যে রাজাপক্ষে কিংবা করিমকে আগে পাঠিয়ে ফ্রি করে দিলে ওরা যদি স্বাধীনভাবে খেলে। যতটুকুই রান করুক না কেন, সেটা যদি ভালো রেটে করতে পারে; দলের কাজে আসবে।’

ফাহিম যোগ করেন, সাকিব শেষে গিয়ে ওর কাজ করবে। কিন্তু আমার মনে হয় না ওই পরিকল্পনাটা খুব কাজে এসেছে। রাজাপক্ষে বা করিমকে পাঠানো হয়েছে আগে...। আমরা যেটা প্রত্যাশা করে পাঠিয়েছিলাম, ওরা সেটা করতে পারেনি। সেটা উইকেটের কারণে হোক, বিপক্ষ দলের ভালো বোলিংয়ের কারণে হোক বা তাদের নিজস্ব ইন্টেন্টের অভাবেই হোক। এ কারণে কিন্তু আমরা পিছিয়ে গেছি। যে শুরু হয়েছিল উদ্বোধনী জুটিতে বা পরে, আমাদের সুযোগ ছিল ১৯০ বা সেই স্কোরকে ছাড়িয়ে যাওয়ার। ওই ব্যাটিং শক্তি কিন্তু আমাদের ড্রেসিং রুমে।'

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন