সুনামগঞ্জে সরকারি কলেজ শিক্ষার্র্থীদের অবস্থান ও বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:
কোটা প্রথার সংস্কারের দাবিতে এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পারে মুল ফটকে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, পরে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান আর প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করে।