সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় ক্যারি অন পদ্ধতি পুনর্বহাল রাখায় ও সিজিপিএ সিস্টেম বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী আলোচনা সভা করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সকাল সাড়ে ১১ টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে ও সিজিপিএ সিস্টেম বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী আলোচনা সভা করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মোঃ মজনু মিয়া এবং সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাইদুল ইসলাম নাঈম এর নেতৃত্বে আনন্দ মিছিলটি মিটফোর্ড রোড হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এতে অংশ নেনবাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ আব্দুল হাই সিদ্দিকি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ সাফিনাজ হাসান তালুকদার, যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ দুর্জয় পাল, সাংগঠনিক সম্পাদক ডাঃ রাহাতুল হাসানসহ সকল স্তরের নেতৃবৃন্দ ও সাধারন ছাত্রছাত্রীরা।
আনন্দ মিছিল সমাপ্তিস্থলে নেতাকর্মী ও সাধারন ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাইদুল ইসলাম নাঈম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন