ফকিরহাটে সংযুক্ত আরব আমিরাত এর উচ্চক্ষমতা সম্পন্ন দলের এতিমখানা পরির্দশন

ফকিরহাট:: বাগেরহাটের ফকিরহাটের পিলজংগে অবস্থিত শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত উুে হুমাইদ ইয়াতিমখানা ভবন পরির্দশন ও এতিমদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কান্ট্রি ডিরেক্টর ড, গাজী মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্থার চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ এর উপদেষ্টা গর্ভনর শেখ ইছাম বিন সাকার বিন হুমাইদ আল কাশেমী, বিশেষ অতিথি ছিলেন,কান্ট্রি ম্যানেজার মিস্টার খালিদ হাসান। প্রোগ্রাম অফিসার মুহাম্মদ রিয়াজুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল, সদর দপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ হামদানক আল জিরি ও উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ প্রমুখ। পরে এতিমখানায় অধ্যায়নরত শতাধিক এতিমদের সাথে কুশল বিনিময় ও তাদের অভিভাবক/অভিভাবিকাদের মাঝে শাড়ী লুঙ্গি গামছা টুপি ও ওড়না বিতরন করা হয়।