যশোর সীমান্ত থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার 

gbn

বেনাপোল প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম নারিকেল বাড়িয়া হতে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়েছে যে, সোমবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে তার নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েক শরিফুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে সীমান্তের মেইন পিলার ২৯/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারকেল বাড়িয়া গ্রামস্থ কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে গমন করছে, উক্ত ব্যক্তির চলাচল সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশী করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৩৩০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২,১৭,৮৫,৫০০/- (দুই কোটি সতের লক্ষ পঁচাশি হাজার পাঁচশত) টাকা। 

তিনি আরো বলেছেন, সীমান্তে আমাদের টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। প্রেস বার্তায় আরও বলা হয়েছে, পলাতক আসামীর নাম তারিকুল ইসলাম তারেক (৪০)। তার বাড়ী অত্র উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শালকোনা গ্রামে। সে মৃত আব্দুল আজিজের ছেলে। তাকে গ্রেফতার করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে।

পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করা হয়েছে। #

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন