বঙ্গবন্ধুর স্বপ্নপূরনের পথেই হাঁটছে আজকের বাংলাদেশ: বদরুল ইসলাম শোয়েব

প্রেসবিজ্ঞপ্তি ||
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বঙ্গবন্ধু মানেই সোনার বাংলা এবং বঙ্গবন্ধু মানেই স্বপ্নের বাংলাদেশ। বঙ্গবন্ধু সর্বতোভাবেই এদেশের মাটি ও মানুষের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন। কী করে দেশের কল্যাণ হবে, কী করে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার অবসান হবে এটাই ছিল তাঁর সার্বক্ষণিক চিন্তা। সাধারন মানুষের অর্থনৈতিক মুক্তির আকাঙ্খায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা পূরনের পথে হাঁটছে আজকের বাংলাদেশ। তিনি গতকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন স্টুডেন্ট ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে ও ইয়াহিয়া আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া, শাহেদ আহমদ চৌধুরী, শিক্ষক বাছিতুর রহমান, কুতুব আলী, আব্দুল্লাহ তরুণ সমাজকর্মী ইকবাল আহমদ, আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সুলতান মাহমুদ।