ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদ পেলেন ঝিনাইদহের আসিফ আহমেদ পাপ্পু

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার কৃতি সন্তান আসিফ আহমেদ পাপ্পু । বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়। এর আগে তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সক্রিয় সৈনিক হিসাবে ছাত্র রাজনীতি করেছেন। 

আসিফ আহমেদ পাপ্পু ঝিনাইদহ জেলার বিষয়খালীর শহীদ মোস্তফা স্কুল থেকে ২০১২ সালে এসএসসি, মোহাম্মদপুর শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি/ডিপ্লোমা এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া থেকে ২০১৯ সালে বিএসসি করেন এবং বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর এমএসসি করছেন। কলেজ জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এর রাজনৈতিক প্রোগ্রামে যাতায়াতের মাধ্যমে ছাত্র রাজনীতির মনোভাব গড়ে উঠে। এরপর বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটি থেকে বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ এর অনুপ্রেরনা ও সান্নিদ্ধে ছাত্রলীগের হাতে খড়ি হয়।

আসিফ আহমেদ পাপ্পু জিবিনিউজকে জানান, "আমি দীর্ঘ ৯ বছর বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। বাকি জীবন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসাবেই কাজ করে যেতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদাকে এবং আমার ভাই সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ ভাইকে। এছাড়া চিরকৃতজ্ঞ আমার ঝিনাইদহ জেলাবাসীর প্রতি। আপনারা আমার জন্য দোয়া করবেন । আমি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা'র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।"

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন