Bangla Newspaper

ভোলাহাটে ইমাম সম্মেলন

55

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীতে ওলামাদের ভুমিকা শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ও চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে গোহালবাড়ী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও উপজেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট সদস্য সচিব আব্দুল কাদির। বক্তব্য দেন,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার শাহাদাৎ হোসেন, মডেল কেয়ার টেকার সাদিকুল ইসলাম,কেয়ার টেকার শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইমামদের প্রতি মসজিদে বিশেষ করে প্রতি শুক্রবার জুমআ নামাজের পূর্বে এসব ব্যাপারে মুসল্লীদের সাথে আলোচনার আহবান জানান।

Comments
Loading...