Bangla Newspaper

লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণ

0 500

বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম লন্ডনের পার্সন্স গ্রিন স্টেশন। শুক্রবার সকালে ওই স্টেশনে ভিড়ে ঠাসা টিউব রেলের একটি কামরায় হঠাত্ই বিস্ফোরণ হয়। জঙ্গি হামলা কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

সকালে যাত্রীরা তখন কাজে যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন। স্টেশনে থিক থিক করছিল ভিড়। ডিস্ট্রিক্ট লাইনের একটি ট্রেন পার্সন্স গ্রিন স্টেশনে এসে থামে। ট্রেনটি স্টেশন ছাড়ার ঠিক আগের মুহূর্তেই একটি কামরায় বিকট শব্দ হয়। ততক্ষণে চিত্কার-চেঁচামেচি, আর্তনাদে ভরে ওঠে স্টেশন চত্বর। আতঙ্কে লোকজন দৌড়তে শুরু করে দেয়। পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।

জানা যায়, কামরার ভিতরের রাখা একটি সাদা রঙের কৌটো থেকে বিস্ফোরণ হয়।

ধোঁয়ায় ঢেকে যায় পুরো কামরা। সেই বিস্ফোরণে ওই কামরার যাত্রীদের অনেকেই ঝলসে যান। আহত হন বেশ কয়েক জন। কৌটোটা কোথা থেকে এল, কে বা কারা রাখল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা স্টেশন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Comments
Loading...