জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পতনউষার ইউনিয়নের রেললাইন সংলগ্ন উষা দেবী ব্রীজের উপর থেকে ১শ’ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আয়াজ মাহমুদ এর নেতৃত্বে পুলিশ পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের মুসা মিয়ার ছেলে মুহিবুর রহমান মুহিব (৩০) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আটক মুহিবুর শ্রীসূর্য্য নোয়াগাও গ্রামে একটি মাদক পাচারকারী চক্রের সদস্যসহ বড় ধরণের সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। ইতিপূর্বে আটক মুহিবুর রহমান সহ দুই সদস্য ঢাকায় ইয়াবাসহ আটক হয়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, র্দীঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন