সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক //

সিরিজের প্রথম ম্যাচে লড়াইটা বেশ ভালোই জমিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেটাও করতে পারেনি নিকোলাস পুরানের দল। সিরিজ নির্ধারনী ম্যাচে ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ক্যারিবীয়রা। আর তাতে সহজ জয় তুলে সিরিজ নিজেদের করল স্বাগতিকরা। 

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা ও সিরিজ সেরার খেতাব জিতেছেন ডেভিড ওয়ার্নার। 

ব্রিসবেনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। উড়ন্ত ফর্মে থাকা ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শুরুতেই ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন আলজারি জোসেফ। কিন্তু দ্বিতীয় উইকেটে অজিদের বড় সংগ্রহের ভিত এনে দেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। 

১০ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করে ওয়ার্নার ফিরলে কিছুটা বিপর্যয়ে পড়ে অজিরা। তবে সেটা সামলে নেন স্টিভ স্মিথ ও টিম ডেভিড। মারকুটে ব্যাটিংয়ে ২০ বলে ৪২ রান করে ফেরেন টিম ডেভিড। পরের ওভারে ফেরেন স্টিভ স্মিথও। শেষ দিকে ম্যাথু ওয়েডের ১৪ বলে ১৬ রানের ইনিংসে ১৭৮ রানে থামে অজিদের ইনিংস। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৬ রানে কাইল মেয়ার্সকে হারায় ক্যারিবীয়রা। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি ব্রেন্ডন কিং। অধিনায়ক নিকোলাস পুরান ফিরেছেন ২ রানে। 

দলীয় সর্বোচ্চ ২৯ রান করতে জনসন চার্লস খরচ করেছেন ৩০ বল। জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল ও আকিল হোসেনরা ছোট ছোট ক্যামিও ইনিংস খেললেও তা প্রতিরোধ গড়ার জন্য যথেষ্ট ছিল না। ১৪৭ রানে থামে সফরকারীদের ইনিংস। 

৪ ওভারে ২০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ২ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। একটি করে উইকেট গেছে ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পার ঝুলিতে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন