এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই টাকায় খাবার বিতরণ

gbn

  জিবিনিউজ24ডেস্ক//

চায়ের নগরী খ্যাত শ্রীমঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন 'দ্যা হেল্পিং উইং'৷ 'দুই টাকায় দুপুরের খাবার' শিরোনামে শ্রীমঙ্গলে প্রথমবারের মত দুই টাকায় খাবার বিতরণ করেছেন তারা৷ 
 সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে শুক্রবার (০২ অক্টোবর) খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, মডারেটর তাহনিম, রিমু চৌধুরী, কিরণ ইসলাম, জুলি রহমান, স্রিজা বিশ্বাস, তাসনিম চৌধুরী,  রাকান মোহাম্মদ, ওয়াসিফ আহমদ ও পূণ্যশ্রী বিশ্বাস৷ এছাড়াও তাদের এই কার্যক্রমে সিলেট থেকে যোগ দেন- সংগঠনের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাদের চৌধুরী।     

করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ৷ খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী বলেন, ফ্রীতে সেবা দিয়ে কারো আত্মসম্মানে আঘাত দেওয়ার ইচ্ছা নেই আমাদের। তাই আমরা দুই টাকার বিনিময়ে সেবা দেই। যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷
 তিনি আরো জানান, সামর্থ্যবানরা এগিয়ে আসলে এবং তাদের সাধ্যের মধ্যে হলে তারা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যেতে চান।

এর আগে সিলেটে সুবিধাবঞ্চিতদের মাঝে দুই টাকার খাবার বিতরণ করে সংগঠনটি। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন