মৌলভীবাজার সরকার বাজারে জনতার হাতে মোটরসাইকেল চোর আটক

মোফাদ আহমেদ।।  জিবি নিউজ।। 
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টায় তাকে আটক করা হয়। আটককৃত চোর ওসমানীনগর উপজেলার নিজ করমসী গ্রামের নুনু মিয়ার ছেলে মো. সাজন মিয়া (২২)।  

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তার সাথে আরও দুইজন সহযোগী ছিলো। একজন জামাল মিয়া (২৬) ও অপর আরেকজন লায়েক মিয়া (২৫)। দুজনেই ওসমানীনগর উপজেলার বাসিন্দা। ছিনতাই শেষে দুজন তাদের সাথে থাকা আরেকটি মোটরসাইকেল দিয়ে পালিয়ে যায়। 

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বিজনার ব্রিজের উপরে দিয়ে আসার পথে অবসিলেন্ট ফার্মায় কর্মরত অমল কান্তি নামক এক ব্যক্তিকে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য পুলিশ পরিচয়ে আটক করে। পরে তার নিকট মাদকদ্রব্য ইয়াবা রয়েছে বলে তল্লাশি করে। এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে সাথে থাকা ৪৭ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ  মোটরসাইকেল ছিনিয়ে নেয়। 

পরে অমল কান্তি মোবাইল ফোনে বিভিন্ন জাগায় মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি জানালে চোর চক্রের একজনকে সরকার বাজারে স্থানীয় জনতা আটকিয়ে পুলিশের নিকট সোর্পদ করে। 

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাব্বির আহসান বলেন, খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে আটককৃত চোরকে উদ্ধার করে। পরে তাকে সিআডি পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (১)

  • floolluri

    2 years ago

    Viagra Overnight Best Price Cjqxpl https://newfasttadalafil.com/ - buy cialis online us Serum CK and troponin I levels rule out an acute MI. Rtgngr <a href=https://newfasttadalafil.com/>Cialis</a> https://newfasttadalafil.com/ - Cialis Buy Dyazide Tpljqe


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন