কামালপুল ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকে গঠন

জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে গঠিত হলো কামালপুর ডেভোলাপ ট্রাস্ট ইউকে। এই সংগঠনের মাধ্যমে প্রবাসে বসবাসরত গ্রামের বাসিন্দাদের সাথে সেতুবন্ধন সৃস্টি করা এবং গ্রামের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নব গঠিত কমিটি ও গ্রামের বাসিন্দাদের নিয়ে এক আপ্যায়ন অনুষ্ঠান গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গ্রামের বাসিন্দারা অংশনেন।

হাজী মনুহর আলীর সভাপতিত্বে ও বেলাল আহমেদ এর পারিচালনায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বি ছোরাব আলী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস, বাবরুল হুসেন বাবুল, ব্যারিস্টার আব্দুস শহীদ, আব্দুল আজীজ, ফারুক মিয়া, মিজানুর রহমান সুন্দর, আব্দুস সুবহান, আলতাব আলী, সাজ্জাদ নূর, হিরন মিয়া, আব্দুল আহাদ, মজাহিদ আলী, মো: বেলাল আহমেদ, আব্দুল ওয়াহিদ আলমগীর, বেলাল আহমেদ, রফিক আলী, কবির আহমদ বাবুল, সাইফুল আলম, রেজাউল করিম রাজু, ইসতিয়াক আলম রুমেল, শাহ আলম, সুহেল মিয়া, জুনেদ আহমদ, শামীম হুসেন প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে মিজানুর রহমান সুন্দরকে সভাপতি, আব্দুল ওয়াহিদ আলমগীরকে সহ সভাপতি, আলতাব আলীকে সাধারণ সম্পাদক, বেলাল আহমদকে সহ সাধারণ সম্পাদক এবং রফিক আলীকে ট্রেজারার, রেজাউল করিম রাজুকে সাংগঠনিক সম্পাদক, সাইফুল আলমকে প্রচার সম্পাদক ও আব্দুস সুবহান, ফারুক মিয়া, ইরন মিয়া, শেখ আব্দুল হাকিমকে সদস্য করে কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যরা গ্রামের সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন