সাঘাটায় ৫টি ইউনিয়ন পানি বন্দি জন দূর্ভোগ চরমে

gbn

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সাঘাটার যমুনার পানি সামান্য হ্রাস পেলেও  সাঘাটা উপজেলার ভরতখালী, হলদিয়া, জুমারবাড়ী, সাঘাটা, ঘুড়িদহ সহ ৫টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ  পানি বন্দি হয়ে পরেছে জন দূর্ভোগ চরমে।।  সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট বন্যা নিয়ন্ত্রণ বাধঁটি ভাঙ্গনের চরম হুমকির মুখে পরেছে । এ ছাড়াও ভাঙনের কবলে পড়েছে হলদিয়া, কচুয়া, সাঘাটা, ঘুড়িদহ ও কামালের পাড়া ইউনিয়ন। এসব ইউনিয়নের  ৫ শতাধিক পরিবার ভিটে মাটি হাড়িয়ে অন্যত্র আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছে। পানিবন্দি মানুষের মধ্যে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়ন কেন্দ্রে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বন্যা নিয়ন্ত্রণ বাধেঁ আশ্রয় নিয়েছে। অন্যত্র আশ্রিত মানুষের মধ্যে এবং পানি বন্দি মানুষের মধ্যে বিশুদ্ধ পানি , গো-খাদ্য সহ  জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেকের কাজকর্ম না থাকায় তারা পরিবার পরিজনের খরচ জোগাতে  গিয়ে হিমশিম খাচ্ছে। আকস্মিক বন্যায় উঠতি ফসল পাট, শাকসবজি আমনের বীজতলা সহ হাজার হাজার বিঘার জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বেঙ্গারপাড়া গ্রামের  পানিবন্দি কৃষক আশরাফুল ইসলাম জানান আমি নিজেও পানি বন্দি হয়ে পড়েছি এবং আমার পাটের ক্ষেত তলিয়ে যাওয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। 

হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আমার ইউনিয়নে প্রায় ১০ হাজার মানুষ পানি বন্দি হয়েছে । সরকারি ভাবে যে পরিমাণ ত্রাণ সামগ্রি পেয়েছি তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আমার ইউনিয়নে প্রায় ৫/৬ হাজার মানুষ পানিবন্দি হলেও এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো ত্রাণ সামগ্রী পাইনি ।   

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন