বুয়েট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব নির্বাচনে জহিরুল সভাপতি ও আহসানুল হাবীব সাধারণ সম্পাদক

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাবের ২০২২-২০২৩ বৎসরের কার্যকরী পরিষদ নির্বাচনে মো. জহিরুল হক সরকার সভাপতি ও আহসানুল হাবীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সল আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা প্রদান করেন।  মো. জহিরুল হক সরকার ২৮৮ টি ভোট পেয়ে  সভাপতি এবং ৩০৩ টি ভোট পেয়ে আহসানুল হাবীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট ভোটারের সংখ্যা ৭৬১ জন। গৃহীত ভোটের সংখ্যা ৬৯০ টি। 

আবুল কালাম আজাদ, তিনি ৩৫৮ টি ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি এবং ৩৩২ টি ভোট পেয়ে মো. ইসমাইল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া কাতেবুর রহমান পান ২২৯ টি ভোট , মোঃ শাহ জামাল হাওলাদার ২০৫ টি ভোট, মোহাম্মদ বাহাউদ্দীন মিয়া ১৩৮ টি ভোট ,  মোহাম্মদ মাহবুবুর রহমান ২৩৩ টি ভোট,  মহিউদ্দিন খন্দকার ২৬৩ টি ভোট, মোহাম্মদ আলী ৩৯৩টি ভোট, মোঃ আজিজুল ইসলাম ২৭৮টি ভোট, নুর মোহাম্মদ ৩৫৮ টি ভোট, মোহাম্মদ ইমাম হুসাইন ৩০৯ টি ভোট, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ৩৪১ টি ভোট, মো. জাহাঙ্গীর আলম ২৬৬ টি ভোট, মো আমিনুল ইসলাম ৩৬৭ টি ভোট, কাজী এমদাদ হোসেন ৩৪২ টি ভোট, মোঃ ওমর আলী ৩০১ টি ভোট, মোঃ  সুরুজ মিয়া ৩৮৯ টি ভোট, মোঃ নুর হোসেন ২৯১ টি ভোট, জামাল উদ্দিন ২৬৮ টি ভোট, দুলাল মজুমদার ২৭০ টি ভোট, মোহাম্মদ সেকান্দার আলী ২১১টি ভোট ও মোঃআবু তালিব ২৯৭ টি ভোট। 

উল্লেখ্য, ২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব  ২০২০-২০২১ এর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মো. জহিরুল হক সরকার সভাপতি ও মো. সাহাবুদ্দিন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবারও মো. জহিরুল হক সরকার দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন